সুন্দরবনের দুর্ধর্ষ জুলফিকার বাহিনীর ৮ সক্রিয় সদস্য গ্রেফতার

বিএনপি নিউজ টোয়েন্টিফোর ডটকম,বাগেরহাটঃ যৌথ অভিযান চালিয়ে কোস্ট গার্ড দুবলারচর সংলগ্ন নারিকেল বাড়িয়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৮ বনদস্যুকে আটক করতে সম হয়েছে। আটককৃতরা কোস্ট গার্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুন্দরবনের জলদস্যু জুলফিকার বাহিনীর সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে । এ ব্যাপারে একটি মামলা হয়েছে। আটককৃতদের মংলা থানায় হস্থান্তর করা হয়েছে । এরা সকলে মংলা এলাকার বাসিন্দা। কোস্টগার্ড সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার ভোররাতে কোস্ট গার্ডের একটি টিম সুন্দরবনের দুবলারচর সংলগ্ন নারিকেল বাড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ (৮টি রাম দা, ২টি কুড়াল) ৮বনদস্যুকে আটক করতে তারা সম হয়। পরে কোস্ট গার্ড দস্যুদের ব্যবহৃত দুটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে। আটককৃত হলো- মংলার বৌদ্ধমারী এলাকার হলদি বুনিয়া গ্রামের আঃ রউফের পুত্র রফিক (২৯), আঃ মজিদ শেখের পুত্র ফিরোজ শেখ (৩৫), আসরাফ আলী শেখের পুত্র মোস্তফা শেখ (২৮), ইরফান শেখের পুত্র  আফজাল শেখ (৩২),  তৈয়ব আলী হাওলাদারের পুত্র এনামুল হ্ওালাদার (১৯), সোবাহান হাওলাদারের ছেলে জালাল হাওলাদার (২৬), দণি চিলা উলুকাটা গ্রামের আবু বকর হাওলাদারের পুত্র জাকির হাওলাদার (২৫) এবং আবুল হোসেন শেখ এর পুত্র এমদাদুল শেখ (২৬)।

 

 

Free Web Hosting