বাগেরহাটের রামপালের মংলা নদীতে ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিএনপি নিউজ টোয়েন্টিফোর ডটকম,সামছুর রহমান-বাগেরহাটঃ বাগেরহাটের রামপাল সদর খেয়াঘাট মংলা নদীতে পেড়ীখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং রামপাল সদর ও পেড়ীখালী ইউনিয়ন যুবগোষ্ঠীর তত্বাবধায়নে অনুষ্ঠিত হয় আবহামান বাংলার গ্রামীন ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচকে কেন্দ্র করে এলাকার জনমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। একযুগ পরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা উপভোগ করতে উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল সহ পার্শ্ববর্তী উপজেলার অর্ধ ল লোক সমাগম ঘটে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ানশিপ অর্জন করে পেড়ীখালী জাহাঙ্গীর – দেলোয়ার নেতৃত্বাধীন পেড়ীখালী সাবেক ৩নং ওয়ার্ড নৌকা বাইচ দল এবং রানার্সআপ হয় বাশঁতলী ইউপি চেয়ারম্যান শেখ আবু সাঈদের নেতৃত্বাধীন বাশঁতলী ইউপি নৌকা বাইচ দল। প্রতিযোগিতা শেষে রামপাল সদর খেয়াঘাটে প্রতিযোগিতার উদ্যোক্তা ও পেড়ীখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনষ্ঠিত পুরুস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কপোর্রেশনের মেয়র তালুকদার আঃ খালেক। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন্নাহার তালুকদার, রামপাল উপজেলা চেয়ারম্যান মোল্লা আঃ রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেমায়েত হোসেন, ভাইচ চেয়ারম্যান মোঃ হামীম নূরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম শাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফার হোসেন,রামপাল কলেজের অধ্যক্ষ মোঃ মজনুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, শেখ লুৎফর রহমান, নূরুল হক লিপন, শেখ মোয়াজ্জেম হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি প্রভাষক বজলুর রহমান,সিডিপি’র এস এম ইকবাল হোসেন বিপ্লব, জাহিদুল ইসলাম,আবুল কালাম আজাদ, শেখ বোরহাউদ্দিন, রবিউল ইসলাম,মুনির আহমেদ প্রিন্স, হোসনে আরা মিলি প্রমুখ। প্রধান অতিথি নদীর নব্যতা পূনদ্ধারের মাধ্যমে অতিহ্যবাহী এ প্রতিযোগিতার উপযুক্ত পরিবেশ সৃষ্টি সহ বিলুপ্ত প্রায় সকল অতিহ্যবাহী গ্রামীন খেলাধূলা পূনরুজ্জীবিত করার মাধ্যমে যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে পুরস্কার হিসেবে যথাক্রমে ২১ ইঞ্চি ও ১৭ইঞ্চি কালার টিভি তুলে দেন।

 

Free Web Hosting