সন্ত্রাসীদের গুলিতে নরসিংদীর মেয়র লোকমান হোসেন মারা গেছেন

বিএনপি নিউজ ২৪ প্রতিবেদক,নরসিংদী: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত নরসিংদীর মেয়র লোকমান হোসেন মারা গেছেন। মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে তিনি মারা যান। ১১টা ১৫ মিনিটে তার মৃত্যুর তথ্য সাংবাদিকদের জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. হরিদাস সাহা।তিনি বলেন, “লোকমানকে রাত নয়টা ৫৫ মিনিটে হাসপাতালে আনা হয়। তখনই তিনি ক্লিনিক্যালি ডেড ছিলেন। তারপরও আমরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি।”

লোকমান শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এদিকে লোকমান মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে নরসিংদীতে চরম উত্তেজনা দেখা দেয়। ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার রাত আটটার দিকে জেলা আওয়ামী লীগের অফিসে তিনজন সন্ত্রাসী ঢুকে লোকমান হোসেনকে লক্ষ করে গুলি চালায়। তার বুকে, পেটে ও হাতে তিনটি গুলি লাগে। তিনি অফিসে লুটিয়ে পড়েন। সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

 

 

Free Web Hosting