লক্ষীপুরে জেএসসি/ জেডিসি পরীক্ষা শুরু ১ম দিনে অনুপস্থিত ২৯৯ সাভারে ১২ জন শিক্ষার্থী পরিক্ষা দিতে পারেনি

বিএনপি নিউজ ২৪ প্রতিবেদক,লক্ষীপুর : আজ মঙ্গলবার থেকে সারাদেশে শুরু হয়েছে অষ্টম শ্রেণীর শিার্থীদের ২০১১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। প্রথম দিন সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হয় বাংলা প্রথমপত্রের পরীক্ষা। ২ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা। জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় সৃত্রে জানা গেছে, এ বছর জেলায় ২১ টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৩৬৫১, এর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহন করে ১৩৩৩২, অনুপস্থিত শিার্থীর সংখ্যা ২৯৯, অপর দিকে জুনিয়র দাখিল সাটিফিকেইট (জেডিসি) মোট কেন্দ্র সংখ্যা ১১ টি শিার্থীর সংখ্যা ৬৬৩৪ জন, এর মধ্যে অংশ নিয়েছে ৬৩৫০ শিার্থী অনুপস্থিত রয়েছে ২৮৪ জন শিার্থী শিা অফিস জানায়, বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির দেওয়া নির্দেশনানুযায়ী, পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্রসচিব ছাড়া কেউ পরীক্ষার হলে মুঠোফোন ব্যবহার করতে পারবে না। কোনো পরীক্ষার্থী সঙ্গে মুঠোফোন রাখতে পারবে না। এ ছাড়া পরীক্ষার ফল প্রকাশের পর ১০ দিনের মধ্যে খাতা পুর্ননিরীণের জন্য মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করা যাবে।

একি করলেন প্রধান শিক্ষক : একটি স্কুলের জেএসসি পরিক্ষা অনিশ্চিত

ইমদাদুল হক, সাভার থেকে : সাভারের বেসরকারী লোটাস প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী লিটন কুমার সাহার গাফালতির কারনে জেএসসি পরিক্ষা দিতে পারেনি তারই স্কুলের ১২ জন শিক্ষার্থী। এ হতভাগ্য শিক্ষার্থীরা হলেন, মরিয়ম আক্তার তিন্নি, লিটন, কবিতা, তানিয়া, মিম, শিউলি, মৌ, শাকিল, সবুজ, মমিন, অন্তু, ইমন। জানা গেছে, সাভার পৌর ১৪৮/১০ মধ্য রাজাশন এলাকায় মো : ফজলুল রহমানের বাসা ভাড়া নিয়ে স্কুলটি পরিচালনা করে আসছে শ্রী লিটন কুমার সাহা। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় লিটন তার স্কুলের ১২ জন শীক্ষার্থীর রেজিষ্ট্রিশন সাভারে না করে তারই গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাও এলাকার আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে থেকে রেজিষ্ট্রশন করেন বলে জানা গেছে। এরই পরিপেক্ষিতে গত ৩০ অক্টোবর জেএসসি পরিক্ষার জন্য ময়মনসিংহের গফুরগাও এলাকায় নিয়ে যাওয়া হয় শিক্ষার্থীদের। গতকাল মঙ্গলবার জেএসসি পরিক্ষায় অংশগ্রহন করার জন্য শিক্ষার্থীরা তাদের প্রদান শিক্ষকের নিকট পরীক্ষার রেজিষ্ট্রিশন কার্ড ও প্রবেশ পত্র চাইলে তোমাদের রেজিষ্ট্রিশন হয়নি বলে শ্রী লিটন কুমার সাহা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ খবর শোনার মূহূর্তেই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে কান্নার ঢল নেমে আসে। এদিকে শিক্ষার্থীরা পরিক্ষায় অংশ গ্রহন না করতে পেরে গফরগাও থেকে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সাভারে চলে আসে। জেএসসি পরিক্ষা দিতে না পেরে শিক্ষার্থী মরিয়ম আক্তার তিন্নি ও লিটন অভিযোগ করে বলেন, আমাদের বাবা-মা অনেক পরিশ্রম করে পড়ালেখা চালাচ্ছিল এখন আমাদের এই একটি বছর প্রধান শিক্ষকের কারনে নষ্ট হয়ে গেল তারা এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।



 

Free Web Hosting