বুধবার ভেনিজুয়েলার মুখোমুখি হচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক,বিএনপি নিউজ24;বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার ভেনিজুয়েলার মুখোমুখি হচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় খেলাটি শুরু হবে। শুক্রবার বাছাইপর্বে আর্জেন্টিনা নিজেদের প্রথম খেলায় গনজালো হিগুয়াইনের হ্যাটট্রিকের সুবাদে ৪-১ গোলে হারায় চিলিকে। আর্জেন্টিনার অন্য গোলটি করেন লিওনেল মেসি। ২০০৯ সালের মার্চের পর এটিই জাতীয় দলের হয়ে মেসির প্রথম গোল।

ঐ ম্যাচের আর্জেন্টিনা দলে আসতে পারে পরিবর্তন। দলে ফিরতে পারেন মার্টিন দেমিচেলিস ও হাভিয়ের মাসচেরানো। কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে চিলির সঙ্গে খেলতে পারেননি মাসচেরানো। আর অনুশীলনের সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ায় বিশ্রাম দেয়া হয়েছিলো দেমিচেলিসকে। মাসচেরানো আর দেমিচেলিস ফিরলে বাদ পড়তে পারেন এভার বানেগা ও রদ্রিগো ব্রানা।

ভেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার সাফল্যের হার দুর্দান্ত। এর আগে ১৯ বার মুখোমুখি হয়েছিলো দুদল। সবগুলো ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। সবচেয়ে বড় ব্যবধানে জয় ১৯৭৫ সালের কোপা আমেরিকায়, ১১-০ গোলে।

নতুন কোচ আলেহান্দ্রো সাবেইয়ার অধীনে গত মাসে কলকাতায় অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচেও ভেনিজুয়েলাকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে একমাত্র ভেনিজুয়েলাই এখনো পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি। যদিও এ বছরের কোপা আমেরিকায় সেমিফাইনালে খেলেছে তারা। যা পারেনি বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।

 

Free Web Hosting