বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-২৫

বিএনপি নিউজ টোয়েন্টিফোর ডটকম,সামছুর রহমান-বাগেরহাটঃ বাগেরহাট জেলার ষাটগম্বুজ এলাকায় শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। বাগেরহাট সদর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস খুলনা-পিরোজপুর মহাসড়কের বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের সন্নিকটে একটি মটর সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময়ে বাসটি দুমড়ে গিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মহিলাসহ ২ জন মারা যায় এবং ২৫ ব্যক্তি আহত হয় । নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জোহরা বেগম (৪৯)। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। দূর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে-রোকেয়া, সালেহা, ডালিয়া, মাকসুদা, রিজিয়া, উজ্জ্বল দেবনাথ, আঃ রহমান, আলম শরীফ, সাহেব আলী, চান মিয়া, আবুল কালাম, আঃ সালাম, আমিনুর, বিজন মৃধা, সাহেব উদ্দিনসহ ২১ জনকে বাগেরহাট ও অপর চারজনকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ী পিরোজপুর, বাগেরহাট ও ঝালকাঠি জেলার বিভিন্ন গ্রামে। অপর নিহত যাত্রীর (২৮) পরিচয় এখনো জানা যায়নি। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Free Web Hosting