বাগেরহাটে রিক এর আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিএনপি নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ, বাগেরহাট:বিশ্বব্যাপী প্রবীণদের সম্ভাবনা এবং অন্তরায় প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটে রেলী , আলোচনা সভার মধ্যদিয়ে রিসোর্স ইন্টিগ্রেশণ সেন্টার রিক এর আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে  স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করে । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আকরাম হোসেন। বিশেষ  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী পি সি কলেজের অধ্য  প্রফেসর সুকন্ঠ কুমার মন্ডল, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট ফরিদ আহম্মেদ , এ্যাডভোকেট লুৎফর রহমান, এ্যাডভোকেট নজর“ল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিকের শিা প্রোগ্রামের কেন্দ্রীয় সমš^য়কারী মোঃ হানিফ মিয়া, রিকের কেন্দ্রীয় কার্যালয়ের কমিটরিং অফিসার  মোঃ অলিউর রহমান লিপু, রিকের এরিয়া ম্যানেজার এবিএম জাহিদুল কবির, রিকের শিা প্রোগ্রা মের  জেলা সমš^য়কারী মোঃ মাহামুদ খান, রিকের এরিয়া মনিটরিং,ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মীর মোঃ সাখাওয়াৎ হোসেনসহ প্রবীণ প্রতিনিধি, সরকারী/বেসরকারী সংস্থা সমূহের প্রতিনিধি।
আলোচনা সভায় বক্তারা বলেন, দিবসটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারন সা¤প্রতিককালে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ার ফলে প্রবীণ শ্রেণী কাঠামোতে এর প্রভাব পড়ছে সবচেয়ে বেশী। ফলশ্র“তিতে প্রবীণদের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। এই বৃদ্ধির হার আমাদের জাতীয় জীবনের জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে বাংলাদেশের ৬০ এর বেশী বয়সী মানুষের মোট সংখ্যা প্রায় এক কোটি, যা মোট জনসংখ্যার ৭ শতাংশেরও বেশী । শিশু মৃত্যু এবং জন্মহার ক্রমাগত কমে যাওয়ার কারণে প্রবীণ জনগোষ্ঠী বৃদ্ধির হার ২০২৫ সনের মধ্যে ১১ শতাংশ এবং ২০৫০ সনের মধ্যে ২০ শতাংশে পৌঁছে যাবে অর্থাৎ ২০৫০ সালে আমাদের  দেশে প্রতি ৫ জন লোকের মধ্যে ১ জন হবেন প্রবীণ।

 

Free Web Hosting