প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছেন–খন্দকার মোশাররফ

বিএনপি নিউজ ২৪ প্রতিবেদক: প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে নারায়ণগঞ্জের নির্বাচনে সংবিধান লঙ্ঘন করে কেন সেনাবাহিনী মোতায়েন করা হলো না তার স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।‘গণতন্ত্র স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৭ নভেম্বরের চেতনা’ শীর্ষক এ আলোচনাসভার আয়োজন করে ছাত্রদল ফোরাম নামে একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।ড. মোশাররফ বলেন, “নরসিংদীতে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই পৌর মেয়র লোকমান হোসেনকে হত্যা করা হয়েছে। যে মন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব ছিল সে মন্ত্রীর ভাইকে আসামি করে নিহতের ছোট ভাই মামলাও দায়ের করেছেন। এখানে বিএনপি’র কোনো সম্পৃক্ততা নেই। তবুও সরকার উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর জন্য বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে গ্রেফতার করেছে।”

তিনি অবিলম্বে খোকনের মুক্তি দাবি করেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি করেন। এ সরকারের পতনের জন্য বেগম খালেদা জিয়ার ডাক দেয়া আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বানও জানান তিনি।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাবেক ছাত্রনেতা এনামুল করিম শহীদ, ড. আসাদুজ্জামান রিপন, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।

 

 

Free Web Hosting