আশুলিয়ায় ১১৫৮ পিছ ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ ৮ জন আটক

বিএনপি নিউজ ২৪ প্রতিবেদক, সাভার : সাভারের আশুলিয়ায় ১১৫৮ পিছ ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার কুটুরিয়া বাস ষ্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি ও প্রাইভেটকার তল্লাসী করে নিষিদ্ধ ঘোষিত ১১৫৮ পিছ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে এবং জড়িত থাকার অপরাধে হাতে নাতে ৮ জন মাদক ব্যবসায়ীকে ১টি সাদা রঙ্গের প্রাইভেটকার সহ আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটককৃতরা হলেন, মো: দেলোয়ার হোসেন (২৮) পিতা: আলাউদ্দিন, মো: জলিল (৫৪) পিং মৃত তালেব সদার, আশানুর (২০) পিং আ: খালেক, হাফিজুর রহমান (৩৫) পিং কুদরত আলী, ইয়ার আলী (৩৮) পিং মৃত তোয়াক্কেল মোললা ও তার স্ত্রী ফরিদা বেগম (৩০) উভয় যশোর জেলার বাসিন্দা, মো:: জিবন (১৯) পিং সোলেমান তালুকদার কুমিল্লা জেলার বাসিন্দা, আব্দুল মান্নান (৩৮) পিং মৃত আ: রশিদ কুমিল্লা জেলার বাসিন্দা। পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিমান্তবর্তী এলাকা থেকে একটি সাদা রঙ্গের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২১২৯) যোগে কয়েকজন মাদক ব্যবসায়ী নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল এনে কুটুরিয়া বাস ষ্ট্যান্ড সংলগ্ন কাজী আজিজুর রহমানের সামনের বাড়ির দোতলায় আনলোড করিতেছিলো। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে। পরে ফেন্সিডিল আনলোড করার কাজে ও জড়িত থাকার অপরাধে হাতে নাতে ৮ জন মাদক ব্যবসায়ীকে ১টি সাদা রঙ্গের প্রাইভেটকার সহ আটক করে পুলিশ । পরে ওই বাড়ি ও প্রাইভেটকার তল্লাসী করে নিষিদ্ধ ঘোষিত ১১৫৮ পিছ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, মাদক ব্যবসায়ীদের গডফাদারের পরিচয় ও সুনির্র্দ্দিষ্ট তথ্য উদঘাটন করার জন্য আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ১টি মাদক আইনে মামলা রেকর্ড করে মঙ্গলবার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেছে পুলিশ ।


 

Free Web Hosting