আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ

সাভার- বিএনপি নিউজ ২৪ প্রতিবেদক : আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকার পোষাক কারখানায় ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা কাজ না করে কারখানার ভিতরে বিক্ষোভে করছে। পরিস্থিতি মেকাবেলায় কারখানার সামনে পুলিশ মেতায়েন করা হয়েছে । পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আশুলিয়ার সরকার মার্কেট এলাকার স্টালিং ষ্টাইল গার্মেন্টসে বুধবার ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ সকালে ঐ গার্মেন্টেসের ৩য় তলায় একজন লাইনচিফ এক অপারেটরকে মারধর করলে বুধবার সকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে বিভিন্ন দাবিতে আশুলিয়ার জিরাবো এলাকার সাউদার্ন ডিজাইন লি. এর শ্রমিকরা সকাল থেকেই কাজ বন্দ রেখে কারখানার ভেতরে বিক্ষোভ করছে। এসময় শ্রমিকরা কারখনার বেশ কয়েকটি কোজ সার্কিট ক্যামেরা ভাংচুর করে। শ্রমিকদের অভিযোগ, সামন্য ভুলের জন্য তাদের উপর নিযাতন করা হয়। শ্রমিক নির্যতন বন্ধ, অতিরিক্ত মজুরি প্রদানসহ বিভিন্ন দাবিতে তারা কারখানার ভিতরে বিােভ করছে। এব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের উপ পরিচালক ফয়েজুল কবির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কারখানর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শ্রমিকদের সাথে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।

 

Free Web Hosting