আমিনবাজারে ছয় ছাত্র হত্যার ঘটনায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ইমদাদুল হক, সাভার : আমিনবাজারের ছয় ছাত্রকে নির্মমভাবে হত্যাকান্ডে জড়িত সন্দেহে সকালে পুলিশ বরদেশী গ্রাম থেকে সামছুল হক ওরফে সামছু মেম্বার নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে। গ্রেফতারকৃত মাদক সম্রাট স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি আমিনবাজার ইউনিয়নের এক নং ওয়ার্ডের সাবেক ইউপি ছিলেন। পুলিশ বলেছে, হত্যাসহ বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে তার বির“দ্ধে।সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন গত ১৮ জুলাই শবেবরাতের রাতে বড়দেশী এলাকার কেবলারচরে ডাকাত সন্দেহে পিটুনিতে ঢাকার ছয় ছাত্র নিহত হয়। এ ঘটনার তার সম্পৃতার প্রমান পেয়েই সকাল ৯টার দিকে সামসুল হক ওরফে সামসু মেম্বার কে গ্রেপ্তার করা হয়। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। সামসুকে ‘মাদক সম্রাট’ উলে­খ করে ওসি জানান, সৌদি প্রবাসী নজর“ল ইসলাম (৩৬) হত্যা মামলারও সন্দেহভাজন আসামি তিনি। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ছয় ছাত্র হত্যার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। ডাকাতির মামলাটি দায়ের করেন স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুল মালেক। অপরদিকে পুলিশ পাঁচ-ছয়শ গ্রামবাসীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। দু’টি মামলাই পুলিশের অপরাধ তদন্ত  বিভাগ (সিআইডি) তদন্ত করছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, সামসুর গ্রেপ্তারের বিষয়টি সিআইডিকে জানানো হয়েছে। এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সামসু দির্ঘদিন পালিয়ে ছিলো। ছয় ছাত্র হত্যার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সামসু বড়দেশী এলাকার মধ্যপাড়া মহল­ার জমসেদ আলীর পুত্র। ছয় ছাত্র হত্যার ঘটনায় অবহেলার অভিযোগে সাভার থানার বিতর্কিত ওসি মাহাবুবুর রহমান সহ সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার ও আরো দুই এসআইকে সাময়িক বহিষ্কার করা হয়। এ ঘটনায় পুলিশের প থেকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুটি তদন্ত কমিটিতেই ছাত্র হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহলোর কথা উলে­খ করা হয়। কেবলারচরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ছাত্ররা হলেন- ইব্রাহিম খলিল (২৪), শহিদুর রহমান পলাশ (২৬), কামর“জ্জামান (২৪), টিপু সুলতান (২৩), শামস রহিম শাম্মাম (২২) ও মনির হোসেন (২৫)। এসময় আল-আমিন নামের আরো এক যুবক গণপিটুনিতে আহত হন। পুলিশ জোর করে আলআমিনকে দিয়ে মিডিয়ায় মিথ্যা তথ্য উপস্থাপন করে।


 

Free Web Hosting