আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না-খালেদা জিয়া

ইমদাদুল হক সাভার থেকে : আমরা প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করবো না। সুশাসন ও সামাজিক সুবিচার কায়েম করবো এছাড়া মিডিয়া ও বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে সুযোগ করে দেব। বর্তমান সরকার দেশ ও গণবিরোধী যেসব ভূমিকা পালন করছে আমরা কখোনই সেগুলো অনুসরন করবো না। সোমবার বিকালে ঢাকার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের ৪০ বছর পূর্তিতে “সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ : রাষ্ট্রের করনীয়, রাজনীতিবিদদের দায়িত্ব, উন্নয়ন কর্মীদের ভূমিকা ও জনগণের প্রাপ্তি” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, শিরিন সুলতানা, সেলিনা রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক এমপি ডাক্তার সালাউদ্দিন বাবু, ধামরাই উপজেলা চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব তমিজ উদ্দিন প্রমুখ।বেগম খালেদা জিয়া আরো বলেন ¯^ার্থ, সংঘাত, হানাহানি, মতার মোহ বারবার জাতির ¯^প্নকে হত্যা করেছে। চোরাবালিতে আজ হারিয়েছে বাংলাদেশ ।বর্তমান সরকার যে সব দেশ ও জন বিরোধী কাজ করছে তাতে জনগণ তাদের প্রকৃত স্বাধীনতা হারিয়েছে। পনির ন্যয্য হিস্যা থেকে জাতি বঞ্চিত। সীমান্তে বেসামরিক নিরিহ বাংলাদেশীদের আজ হত্যা করা হচ্ছে। যার কোন বিচার কেউ পাচ্ছেনা। বেগম জিয়া প্রথমে গণস্বাস্থ্য কেন্দ্র মাঠে স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে কুচকাওয়াজে সালাম গ্রহন করেন। এরপর তিনি “সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ : রাষ্ট্রের করনীয় , রাজনীতিবিদদের দায়িত্ব, উন্নয়ন কর্মীদের ভূমিকা ও জনগণের প্রাপ্তি” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ঢাকার সাভারে বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের ৪০ বছর পূর্তি উপলক্ষে তিনদিন ব্যাপী উৎসবের শেষ দিনে তার আগমনকে কেন্দ্র করে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শুর“ করে অনুষ্ঠান স্থল পর্যন্ত রঙ্গীন ব্যানার ও ফেষ্টুনে সাজানো হয় । রাস্তার দুপাশে দলীয় নেতা-কর্মী ও সাধারন মানুষ বেগম জিয়াকে শুভেচ্ছা জানান। স্বাধীনতার ৪০ বছর পূর্তি এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ৪০ বছর পূর্তি উপলে গণস্বাস্থ্য কেন্দ্র ও ৪২টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের  যৌথ উদ্যোগে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র চত্বরে ৩ দিন ব্যাপী উন্নয়ন কর্মীদের মিলন মেলার সোমবার ছিল এর শেষ দিন।

 

Free Web Hosting