BNP standing committee member Hannan Shah said No civilized society can not recognize the tribunal . কোনো সভ্য সমাজে এই ট্রাইব্যুনাল স্বীকৃতি পাবে না

বিএনপি নিউজ ২৪ প্রতিবেদকঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব. আসম হান্নান শাহ বলেছেন, ‘‘কোনো সভ্য সমাজে এই ট্রাইব্যুনাল স্বীকৃতি  পাবে না। আর এই ট্রাইব্যুনালের রায় এদেশের মানুষ মানবে না।’’শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, স্বাধীনতা যুদ্ধের সময় ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ সংঘটনের অভিযোগে ট্রাইব্যুনালে বিচার উদ্দেশ্যে এখন বিএনপি ও জামায়াতের ৭ জন নেতা আটক আছেন। তিনি বলেন, ‘‘সাঈদীর বিরুদ্ধে মামলায় বলা হয়েছে পিরোজপুরের বিভিন্ন স্থানে হত্যা করেছেন, নারী ধর্ষণ করেছেন, অনেক হিন্দুকে মুসলমান করার জন্য উদ্বুদ্ধ করেছেন। কিন্তু কোন বাড়িতে কখন কি করা হয়েছে, তা বলা হয়নি। এরকম কোনো অভিযোগ দেয়া যায় না। নির্দিষ্ট কিছু নাই। সব গয়রহ। এটা আওয়ামী লীগের চরিত্র।’’

হান্নান শাহ আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারা এতদিন যুদ্ধাপরাধ বলেছেন, এখন বলছেন মানবতাবিরোধী অপরাধের বিচার করবেন।’’ আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার ও এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার।হান্নান শাহ বলেন, ‘‘সালাহউদ্দিন কাদের চৌধুরীর ওপর যে শারীরিক নির্যাতন করা হয়েছে পৃথিবীর কোনো কোর্ট তা সমর্থন করবে? বন্দিদের ওপর অত্যাচার করা যায় না। আমরা সন্তু লারমাকে গ্রেফতার করেছিলাম, নির্যাতন করিনি। শেখ মুজিবকে পাকিস্তানীরা গ্রেফতার  করেছিলো, নির্যাতন করেনি।’’তিনি বলেন, ‘‘আমি ভুলি নাই বাংলাদেশে কত মানুষ আওয়ামী লীগের হাতে মারা গেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতাকে জেলখানায় হত্যা করা হয়েছে।’’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে আটক সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার উদ্দেশ্যে হান্নান শাহ বলেন, ‘‘সালাহউদ্দিন কাদের চৌধুরী আপনার স্বামী, কিন্তু তিনি আপনার একার সম্পদ নন। তিনি এদেশের গণমানুষের নেতা। তার জন্য জনগণ অবশ্যই জেগে উঠবে।’’

BNPNews 24 reporter: BNP standing committee member of the International Criminal Tribunal of Brigadier General. Asm Hannan Shah said,”No civilized society can not recognize the tribunal. The people of this country manabe Tribunal’s verdict.”

Saturday afternoon, the seminar was one of the auditorium in the Dhaka Reporters iuniti.

Inter alia, freedom, war, crimes against humanity ‘sanghatanera judicial tribunal for the purpose of the ship and the New 7 people are in detention.

He said,”Lionel’s case has been referred to by pirojapurera of murder, rape of women, many inspired by the Muslim hinduke. However, when there has been a home, it is not. It is not a complaint. I fixed something. All etcetera. It is the character of the Awami League.”

Hannan Shah of Awami League, said,”you must say So, now you say manabatabirodhi criminal justice.”

Among others, the youth program under the Chairmanship of the Statement by Shamim Hossain, President of the United moyajjema wealthy, the Secretary General Abdul Latif aikyajotera nejami, the Labour Party, Chairman of the column. Iran Mostafizur Rahman, BNP Secretary General of the Executive Committee member, Alamgir by Rafique sikadara and enadipira.

Hannan Shah said,”salahauddina Chowdhury, who has been on the physical activity of any court that it will support? Bring on the violence. We had santu laramake arrest, torture did. The arrest of mujibake pakistanira, did not torture.”

He said,”I do not know how bhuli Bangladesh Awami League and died there. Salahuddin Quader Chowdhury pitake jail has been killed.”

International Criminal Tribunal of detained Chowdhury’s wife, who pharahada salahauddina who attended community event. Hannan Shah said that his purpose,”salahauddina who buy your husband, but he is not your sole resource. He was a leader of this country ganamanusera. People would be up for it.”

 

 

Free Web Hosting