Bhupena hajarika is late……….. উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা আর নেই

বিএনপি নিউজ ২৪ ,মুম্বাই : উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা আর নেই। ভারতের মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভূপেন হাজারিকা। তার বয়স হয়েছিল ৮৬ বছর। সঙ্গীতশিল্পীর দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় গত তিন দিন ধরে চলছিল তার ডায়ালিসিস।এর আগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানিয়েছিলেন আরো ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ না করে তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলা যাবে না। ৪৮ ঘন্টা পার হবার আগেই চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মারা গেলেন তিনি।
প্রসঙ্গত, গত ৩০ জুন শ্বাসকষ্টের কারণে ভূপেন হাজারিকাকে হাসপাতালে ভর্তি করার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। গত মঙ্গলবার পরীক্ষা করে দেখা যায়, তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ বলিউডের দিকপাল সঙ্গীতশিল্পীরা গভীর শোক প্রকাশ করেছেন।উল্লেখ্য, ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর আসামে জন্মগ্রহণ করেন ভূপেন হাজারিকা।আসমীয়া ভাষার বিভিন্ন চলচ্চিত্রে গান গেয়ে তার শিল্পীজীবনের শুরু। পরে বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে বাংলাদেশ ও ভারতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য গান তাকে শ্রোতাদের কাছে পরিচিত করে তুলেছে। দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন এই অসমীয়া সঙ্গীতশিল্পী। তার অসংখ্য গান এখনও শ্রোতাদের মুগ্ধ করে রাখে।
Bnpnews24 desk, Mumbai: Bhupena Hajarika no sub-continent renowned musicians. Kokilabena Dhirubhai ambani Mumbai, India on Saturday evening last breath has left hospital and medical Bhupena Hajarika. His age was 86 years old. In the last three days out of service because the two singers kidanii calachila his dialysis. It said another 48 to 7, the day before cikitsakara responsible for monitoring the health situation is not so clear. 48 hours pass before he cikitsakara intensive supervision of the dead bodies. Inter alia, on June 30 due to respiratory intensive care after hospitalization bhupena hajarikake is the center. The test can be seen on Tuesday, he has played in two kidanii. The death of Prime Minister Sheikh Hasina and her chief minister of India’s Assam and West Bengal, young gagai mukhamantri news has a deep affection bandopadhyayasaha sangitasilpira dikapala Bollywood. Note, however, was born in 19 and 6 of 8 September asame bhupena hajarika. Asamiya language of his film songs geye silpijibanera start. Bangladesh and India, the Bengali and Hindi language songs geye earned a lot of popularity. Audiences have long known that music took him to the life of my songs. Dadasaheba phalake was awarded the Assamese singers. A list of the songs are still fascinated his audience. …

 

Free Web Hosting