৩০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

বিএনপি নিউজ ২৪ প্রতিবেদক: ৩০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৩৬৭ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, ৩০তম বিসিএসে মোট আবেদনকারীর সংখ্যা ছিলো ১ লাখ ৪৭ হাজার ৩৯৫ জন। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার পর ৯ হাজার ৫৯ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। মৌখিক পরীক্ষা শেষে উত্তীর্ণ হন ৫ হাজার ৮১০ জন। নেছার বলেন, “শূন্য পদের সংখ্যা কম হওয়ায় এদের মধ্যে ২ হাজার ৩৬৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পদ স্বল্পতার কারণে যাদের বিষয়ে সুপারিশ করা সম্ভব হয়নি, তাদের নন ক্যাডার পদে নিয়োগের চেষ্টা করা হবে।” তবে এর কোনো নিশ্চয়তা নেই বলেও উল্লেখ করেন তিনি।
পিএসসি যাদের নিয়োগের সুপারিশ করেছে, তাদের মধ্যে ১ হাজার ৬২৩ জন পুরষ এবং ৭৪৪ জন নারী। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও ‘তথ্য বিভ্রাট ও প্রশাসনিক’ কারণে ১৩ জনের সুপারিশ সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
গত বছরের ৩০ জুলাই এ বিসিএসের প্রিলিমিনারি এবং চলতি বছর লিখিত পরীক্ষা হয়।

 

Free Web Hosting