সংবাদ সম্মেলনে শিরিন সুলতানা- সকাল থেকে খোকনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না

বিএনপি নিউজ ২৪ প্রতিবেদক:নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে খিলগাঁও বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও খোকনের স্ত্রী শিরিন সুলতানা অভিযোগ করেছেন, রাতে খোকনকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলেও সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রুহুল কবির রিজভী জানান, সকাল ১১টা পর্যন্ত খায়রুল কবির খোকনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে না। তিনি এই গ্রেফতারের তীব্র নিন্দা জানান এবং খোকনের অবস্থান প্রকাশ করার জন্য গোয়েন্দা বিভাগের কাছে জোর দাবি জানান। খায়রুল কবির খোকনের স্ত্রী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বলেন, “খোকন ১২টার দিকে নরসিংদীর গুলিবিদ্ধ মেয়র লোকমানকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজে যান। সেখান থেকে বাসায় এসে ঘুমিয়েছিলেন। পৌনে ৩টার দিকে সাদা পোশাকের পুলিশ বাসায় আসে। আমি তাদেরকে বলি খোকনের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাকে কেনো নিয়ে যাবেন? পুলিশ বলে কোনো অসুবিধা নেই। জিজ্ঞাসাবাদ করে সকালে ছেড়ে দেয়া হবে।” শিরিন বলেন, “ডিবি পুলিশ খোকনকে নিয়ে যাওয়ার পর আমি আমার গাড়ি নিয়ে তাদের গাড়ি ফলো করে ডিবি অফিস পর্যন্ত যাই। ডিবি অফিসের গেট দিয়ে গাড়ি ভেতরে ঢোকার পর আর আমাকে ঢুকতে দেয়নি। ভেতর থেকে মোবাইলে খোকন আমার সঙ্গে কথা বলেন। পরে তার মোবাইল বন্ধ হয়ে যায়। পুলিশ তখনো বলে কোনো সমস্যা নেই। আপনারা চলে যান। সকালে নাস্তা নিয়ে ডিবি অফিসে যাওয়ার পর সেখান থেকে বলা হয় তিনি ডিবি অফিসে নেই।”তিনি বলেন, “এ অবস্থায় আমি খুবই উৎকণ্ঠায় আছি। তাকে কোথায় নিয়ে রাখা হয়েছে তাও জানানো হচ্ছে না। আমি দ্রুত জানতে চাই তাকে কোথায় রাখা হয়েছে।”রুহুল কবির রিজভী জানান, সন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা পত্রিকায় জানতে পেরেছি নরসিংদীর মেয়র লোকমান হত্যার ঘটনা তাদের দলীয় কোন্দল। সেখানে দলীয় কর্মীরা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ওপর এই হত্যাকান্ডের দোষ চাপিয়েছে। খায়রুল কবির খোকনকে গ্রেফতারের কোনো কারণ আমরা খুঁজে পাই না।”

 

 

Free Web Hosting