মেয়র লোকমান হত্যা মামলা ডিবিতে

বিএনপি নিউজ ২৪ প্রতিবেদক,নরসিংদী:নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনকে হত্যার ঘটনায় টেলিযোগযোগমন্ত্রীর ছোট ভাইসহ ১৪ জনকে আসামি করে দায়ের মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারী ব্যক্তিদের গুলিতে নিহত হন লোকমান। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে নরসিংদী সদর থানায় এ মামলা করেন লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান। সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে মামলাটি তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার আসামিরা হলেন- টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মাসুদুর রহমান মুরাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দীন ভূঁইয়া, সদর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মো. মঞ্জুর, নরসিংদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন সরকার, মোবারক হোসেন, মনোয়ার হোসেন খান, হিরণ মিয়া, তারেক আহমেদ, কবীর সরকার, আজিজ মিয়া ও মামুন।

 

Free Web Hosting