নীলফামারীতে ভিজিএফের ২০ বস্তা চাল বিক্রিঃ অতঃপর ফেরত

বিএনপি নিউজ২৪ ডটকম, এসএপ্রিন্স নীলফামারীঃ হতদরিদ্রের জন্য সরকারের দেয়া ভিজিএফের ২০ বস্তা চাল বিক্রি করলেও শেষ পর্যন্ত বিষয়টি জানাজানি হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে চাল ফেরত দিয়ে জনগনের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পার পেলেন নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক। এলাকাবাসী জানান, ঈদের আগে হতদরিদের মাঝে বিতরণের জন্য বৃহষ্পতিবার ভিজিএফের তিনশ বস্তায় ১৫ টন চাল উত্তোলন করেন গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক। তিনি দুইশ আশি বস্তা চাল ইউনিয়ন পরিষদের গোডাউনে রেখে বাকি ২০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে দেন। এলাকাবাসী বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার নাসরিন ইউনিয়ন পরিষদে গিয়ে গোডাউনে তিনশ এর স্থলে দুইশ আশি বস্তা চাল দেখতে পান। এ ব্যাপারে তিনি চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করলে চেয়ারম্যান এনামুল হক বিক্রিত ২০ বস্তা চাল অজ্ঞাত স্থান থেকে পিক আপে এনে ফেরত দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার নাসরিন উপস্থিত জনগনের কাছে মা চাইয়ে ভবিষ্যতে আর এরকম কাজ করবেন না বলে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান এনামুল হক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অ¯^ীকার করে জানান, গাড়িতে জায়গা না ধরায় বাকী ২০ বস্তা চাল উপজেলা খাদ্য গুদামের বারান্দায় রাখা হয়েছিলো। শুক্রবার সেগুলো ইউনিয়ন পরিষদের গোডাউনে আনা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার নাসরিন জানান, এর আগেও চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। এবার শেষ বারের মতো তাকে মা করা হলো। ভবিষ্যতে আর কোন রকম অনিয়ম করবেন না বলে চেয়ারম্যানের কাছ থেকে লিখিত মুচলেকা নেয়া হয়েছে বলেও জানান তিনি। নীলফামারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি এলএসডি) সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।


 

Free Web Hosting