খোকনের রিমান্ড আবেদন বাতিল করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন

বিএনপি নিউজ ২৪ প্রতিবেদকঃ খালেদা জিয়া বলেছেন, লোকমান হত্যাকাণ্ডের দায় বিএনপির ওপর চাপাতে খায়রুল কবীর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যায় জড়িত ‘প্রকৃত’ দোষীদের গ্রেপ্তার ও শাস্তিও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভীর স্বাক্ষর করা এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে খালেদা বলেন, “ক্ষমতাসীনদের গৃহবিবাদের দায় বিএনপির ওপর চাপানোর ষড়যন্ত্রের উদ্দেশ্যেই খায়রুল কবীর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।” খোকনের রিমান্ড আবেদন বাতিল করে তার নিঃশর্ত মুক্তিও দাবি করেন বিএনপি চেয়ারপার্সন।
নরসিংদীতে আওয়ামী লীগ কার্যালয়ে মঙ্গলবার রাতে মুখোশধারীদের গুলিতে আহত হওয়ার কয়েকঘণ্টা পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান পৌর মেয়র লোকমান হোসেন। নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনকে সেদিন গভীর রাতে গোয়েন্দা পুলিশ রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে আটক করে। এরপর তার পাঁচ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হলেও ওই আবেদনের শুনানি পরে হবে বলে আদালতে তাকে কারাগারে পাঠায়। ওই হেফাজত চাওয়াকে বেআইনি বলে বিবৃতিতে অভিহিত করেন খালেদা। তিনি বলেন, “লোকমান হত্যাকাণ্ডের পর নরসিংদীতে সংঘটিত শাসকদলের নেতা-কর্মীদের তাণ্ডবলীলা নজিরবিহীন। সেখানে বাড়িঘর, বাস, ট্রেন, সরকারি ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগে মানুষের জানমালের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে।” লোকমান নিহত হওয়ার পর নরসিংদীর স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ, নরসিংদী রেলস্টেশন এবং একটি আন্তঃনগর ট্রেনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সরকার ওই ভাংচুর বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো বিরোধী দলের বিরুদ্ধে চক্রান্তের জাল বুনে যাচ্ছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, “সরকারের গণবিরোধী নীতির ফলে জনদুর্ভোগ সীমাহীন আকার ধারণ করেছে বলেই জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে বানোয়াট অজুহাত খাড়া করে আন্দোলনরত বিরোধী দলের ওপর তারা দোষ চাপাচ্ছে।”

 

Free Web Hosting